যশোরের অভয়নগরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী অভয়নগর শাখার উদ্যোগে সত্যেন সেন সংগীত বিদ্যালয় এর উদ্বোধনী ক্লাস করা হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) বিকালে নওয়াপাড়া প্রফেসরপাড়া বিদ্যালয় কক্ষে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উচ্চাঙ্গ সংগীত শিক্ষক স্বরোজিত মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক হরিপদ মন্ডল, উদীচী অভয়নগর শাখার সভাপতি ধনঞ্জয় বিশ্বাস, সাধারণ সম্পাদক অধ্যাপক সুকুমার ঘোষ, জাতীয় পরিষদ সদস্য উৎপল দাসমূলক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম আক্তার শিমুল, দপ্তর সম্পাদক সুলতানা আরেফা মিতা, সদস্য চম্পা মন্ডল, রত্না মারমা, পঙ্কজ বিশ্বাস, লিপি সেন, মাধুরী অধিকারী, সাবিত্রী দাস, জ্যোৎস্না সেন।