শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
৫ আগস্টের পর সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় বদলে গেছে কুড়িগ্রাম জেলা কারাগারের চিত্র আমদানি বন্ধের অজুহাতে হিলিতে বেড়েছে চালের দাম, বিপাকে পাইকাররা আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগাতিপাড়ায় অবৈধ পুকুর খননের দায়ে ৫ ভেকুর ব্যাটারি জব্দ পোরশায় উপজেলা ইসলামী যুব সম্মেলন অনুষ্ঠিত চিরিরবন্দরে সাব রেজিষ্ট্রি অফিসে দুদকের অভিযানে অফিস সহকারিকে সাময়িক বরখাস্ত অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান: লাখ টাকা জরিমানা গোদাগাড়ীতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা। পত্নীতলা উপজেলা বিএনপির কমিটি বাতিল চেয়ে তারেক রহমান বরাবর আবেদন হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

মোঃ ওয়াজ কুরনী, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ / ১৬ বার পঠিত
আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৮:৩৭ অপরাহ্ণ

দিনাজপুরের হাকিমপুরে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় থানায় রুজুকৃত দুই জন শিক্ষার্থী হত্যার অভিযোগ মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সন্দিগ্ধ নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু রায়হান (২৬)কে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।

বুধবার (১৬ এপ্রিল) গ্রেফতারকৃত আসামি কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম। গ্রেফতারকৃত মোঃ আবু রায়হান (২৬) হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়ন এর ধাওয়ানশীপুর গ্রামের মোকলেছুর রহমানের ছেলে। আবু রায়হান আলিহাট ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি বলে জানান পুলিশ।

গ্রেফতার বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞা জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় দুই জন শিক্ষার্থীকে আগুনে পুড়ে হত্যার অভিযোগে ২৩ জনের নাম উল্লেখ সহ ৯০-১০০ জন অপরিচিত ব্যক্তির নামে হাকিমপুর থানায় মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থীর ভাই। উক্ত মামলার আসামীদের আটক অভিযান অব্যাহত রয়েছে। হাকিমপুর থানার মামলা নং ০৭।

তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার সার্কেল এএসপি মহোদয়ের দিকনির্দেশনা, আমি ওসি মোঃ সুজন মিঞা এবং পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত)এস এম জাহাঙ্গীর আলম এর পরামর্শে (উপস্থিতিতে)থানার এসআই সুমন মিয়া ও সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি চৌকস দল বুধবার ভোর রাতে আলিহাট ইউনিয়নের ধাওয়ানশীপুর গ্রামে অভিযান চালিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সুন্ধিগ্ধ আসামি নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু রায়হানকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। থানায় রুজুকৃত দুই জন শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর