শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
৫ আগস্টের পর সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় বদলে গেছে কুড়িগ্রাম জেলা কারাগারের চিত্র আমদানি বন্ধের অজুহাতে হিলিতে বেড়েছে চালের দাম, বিপাকে পাইকাররা আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগাতিপাড়ায় অবৈধ পুকুর খননের দায়ে ৫ ভেকুর ব্যাটারি জব্দ পোরশায় উপজেলা ইসলামী যুব সম্মেলন অনুষ্ঠিত চিরিরবন্দরে সাব রেজিষ্ট্রি অফিসে দুদকের অভিযানে অফিস সহকারিকে সাময়িক বরখাস্ত অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান: লাখ টাকা জরিমানা গোদাগাড়ীতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা। পত্নীতলা উপজেলা বিএনপির কমিটি বাতিল চেয়ে তারেক রহমান বরাবর আবেদন হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

পত্নীতলা উপজেলা বিএনপির কমিটি বাতিল চেয়ে তারেক রহমান বরাবর আবেদন

যমুনা টাইমস ২৪ ডেস্ক : / ৩৫ বার পঠিত
আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১০:৪৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

গত ১৪ এপ্রিল নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় বিএনপির অনিয়মতান্ত্রিক কাউন্সিল ঘোষিত কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এই কমিটি বাতিল করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর ১৫ এপ্রিল একটি আবেদন দাখিল করেছে উক্ত কাউন্সিলের সভাপতি পদপ্রার্থী মো: আব্দুস সালাম ,সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: তোফাজ্জল হোসেন ,সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মো: আব্দুস সামাদ এবং মো: আলতাফ শেখ।

আবেদন সূত্রে জানা যায়, নানামুখী সমস্যা মিমাংসা করে কমিটি গঠন করার কথা থাকলেও গত ৩০ মার্চ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব বায়েজিত হোসেন পলাশ পত্নীতলা উপজেলা বিএনপির কাউন্সিলের তফসিল ঘোষণা করেন। এছাড়া, ইউনিয়ন কমিটি ও ভোটার তালিকা গোপন রেখে ফরম বিতরণ করা হয়। ভোটার তালিকার সাথে ইউনিয়ন কমিটির কোন মিল নেই, যা গঠনতন্ত্র বিরোধী। তফসিল ঘোষণার সাথে সাথে ভোটার তালিকা প্রণয়ন সংবিধানের গুরুত্বপূর্ণ শর্ত।

নির্বাচন প্রধানকে অভিযোগপত্র জমা দেয়া হলেও এর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখনও উপজেলার ১১ টি ইউনিয়নের মধ্যে ৪ টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। সেক্ষেত্রে কাউন্সিল কমিটি গঠন করা সম্ভব নয়। জেলা আহ্বায়ক কমিটি ও উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক আক্কাস আলী এ বিষয়ে তাদের কোন পরামর্শ গ্রহণ করেননি। গত ১২ এপ্রিল সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে।

আবেদন সূত্রে আরো জানা যায় , ভোটার তালিকায় ইউনিয়ন কমিটিতে আওয়ামী লীগের লোকজনদের প্রবেশ করানোসহ একই পরিবারের স্বামী- স্ত্রী, সন্তানদের ভোটার করা হয়। নিজ সমর্থকদের দিয়েই ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে। দলের দু:সময়ে যারা পরিক্ষীত ত্যাগী নেতা, উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যান, সভাপতি/সম্পাদকসহ বৃহৎ অংশকে বঞ্চিত করা হয়েছে।

এরকম কাউন্সিল অনুষ্ঠিত হলে দল চরম ক্ষতিগ্রস্থ হবে । যার কারনে আবেদনকারীরা নির্বাচনের আগের দিন ১৩ এপ্রিল সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানায় এবং সাথে প্রার্থীতা ও প্রত্যাহার করেন।

বিস্তারিত অভিযোগগুলো রাজশাহী বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুস সালামের তত্ত্বাবধানে দলের সিনিয়র মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভীর মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এই অনিয়মতান্ত্রিক ষড়যন্ত্রমূলক প্রহসনের কাউন্সিলে ঘোষিত কমিটি বাতিলের আবেদন করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর