শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম

বুখাইনগরে বিজয় দিবস উপলক্ষে আশা’র ফ্রী মেডিকেল ক্যাম্প।

মোঃ হাচিবুর রহমান, কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ / ১২৯ বার পঠিত
আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১:৩৫ অপরাহ্ণ

বরিশালের চরমোনাই বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা আশার উদ্যোগে মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী চরমোনাই ইউনিয়নের আশা বুখাইনগর স্বাস্থ্য সেবা কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগে ১০০ জন রোগীকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করা হয়।

আশা বুখাইনগর শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আহাদুজ্জামানের সভাপতিত্বে ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়। হেলথ সেন্টার ইনচার্জ মোঃ মহিবুল ইসলামের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাখার সহকারী ব্রাঞ্চ ম্যানেজার আব্দুর রশিদ, নুর ইসলাম মাস্টার প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ গনমাধ্যম কর্মীরা।

ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য সেবা প্রদান করেন আশা বুখাইনগর স্বাস্থ্যসেবা কেন্দ্রের ডাক্তার মহিবুল ইসলাম।এই ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসেন বুখাইনগর সহ আশেপাশের এলাকার শিশু বৃদ্ধ সহ নানা বয়সের নারী ও পুরুষেরা।

আশা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কার্যক্রমের আওতায় সারা দেশে বছরে কয়েক লক্ষ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ, শীতবস্ত্র, স্যানিটেশন সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছে। যার অর্থ সংস্থার উদ্ধৃত তহবিল থেকে যোগান দেওয়া হয়।

শাখার ব্রাঞ্চ ম্যানেজার আহাদুজ্জামান জানান, জাতীয় বিভিন্ন দিবসে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকি। এবার ও বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। এছাড়াও এখানে প্রতিদিন নাম মাত্র মূল্য রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর