বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম

বরগুনায় তরুণ্যের ভাবনা শীর্ষক যুব সমাবেশ অনুষ্ঠিত

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ / ১৫৩ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৩:৩৯ অপরাহ্ণ

বাংলাদেশ বিনির্মানে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে বরগুনায় তারুণ্যের ভাবনা শীর্ষক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমীতে একশনএইড এর সহযোগিতায় এনএসএস এর আয়োজনে ইয়োথ ইন সিপিং এজেন্ডা বাংলাদেশ ২.০ বিষয়ে ৩ শতাধিক তরুণ সদস্যদেরকে নিয়ে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মোঃ শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের প্রফেসর ড. মাহবুব রব্বানী, প্রফেসর আহমেদ পারভেজ, কৃষি বিভাগের উপপরিচালক ড. আবু সৈয়দ যোবায়দুল আলম,বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার  মোঃ শামীম মিয়া, বরগুনা প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট সোহেল হাফিজ, সমাজসেবা অফিসার মোঃ হেমায়েত উদ্দিন ও এনএসএস এর পরিচালক শাহাবুদ্দিন পান্না।

সমাবেশে তরুনদের নতুন বাংলাদেশ তৈরীতে সুপারিশ তুলে ধরা হয়। এছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় জেলায় কি পরিমাণ ক্ষতি হচ্ছে তা নিয়ে “লবন জলে, জীবন জলে” নামে একটি মঞ্চনাটক অনুষ্ঠিত হয়। এর মাধ্যমেই বিভিন্ন প্রশ্নের উত্তর ও সুপারিশ করে থাকেন অংশগ্রহণকারী তরুণ ও অতিথিরা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর