নড়াইল ১ আসনে জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় নমিনেশন পেলে নির্বাচন করতে চান সাবেক যুক্তরাষ্ট্র বিএনপি’র সভাপতি ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট।
আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামের কৃতি সন্তান। ৩১ ডিসেম্বর (মঙ্গললবার) পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলামের আমন্ত্রণে পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদে আসলে সাংবাদিকদের এই কথা জানান।
তিনি বলেন মানুষের পাশে থেকে নড়াইল ১আসনের মানুষের সেবা করতে চাই। আমি আমার সাধ্যমত মানুষের পাশে থেকে খেদমত করে আসছি। যদি বিএনপির দলীয় নমিনেশন পায় তাহলে নড়াইল ১ আসন থেকে নির্বাচন করতে চাই।
এসময় উপস্থিত ছিলেন পহরডাঙ্গা ইউপির চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম, ইউপি সচিব মহিদুল ইসলাম, এ্যাডভোকেট রাব্বি, ইউপি সদস্য আমিনুল ইসলাম হেলাল, নান্টু কাজীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গন মাধ্যম কর্মীরা।