গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা শেষে, পায়রা ও বেলুন উড়িয়ে, আতশবাজি ফুটিয়ে কেক কাটা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে পাবনার সুজানগর উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে, বিশাল আনন্দ শোভাযাত্রা টি ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড় থেকে শুরু করে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে পায়রা ও বেলুন উড়িয়ে, আতশবাজি ফুটিয়ে ৪৬ পাউন্ডের কেক কাটা হয়।
কেক কাটা শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ। পাবনা জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শেখ কাউসার মাহমুদের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান হৃদয়ের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, গোলাম আযম, মাসুম চৌধুরী, আজম খান, গোলাম মোর্তজা,তোরাফ আলী, আলাউদ্দিন,আলী আকবর,সাফা, ইন্তাজ আলী।
ছাত্রদলনেতা সৈকত হাসান ফিরোজ, শেখ রাফি, রাকিব, জুয়েল, প্রান্ত, রউফ, কাউসার, জনি, জাবেদ, আলামিন, আসিফ, বাপ্পি, পিয়াস, মারুফ, আশরাফুল ইসলাম অন্তর, পিকে সাব্বির, এনামুল হক নাইম প্রমুখ।
এছাড়াও উপজেলা বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।