প্রেস কাউন্সিল একটি অকার্যকর প্রতিষ্ঠান, এটি বিলোপ করে নতুন প্রতিষ্ঠান তৈরি করার দরকার বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। তিনি বলেছেন, ‘গত দেড় দশকে সংবাদমাধ্যমে নৈরাজ্য তৈরি হয়েছে। বিগত সময়ে প্রতিষ্ঠান মালিকরা ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেননি। তবে মালিকরা সুবিধা নিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সামাজিক মর্যাদাও থাকে না। নীতিমালা না মেনে সংবাদপত্র ও টেলিভিশনের অনুমোদন দিয়েছে বিগত সরকার।’
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে তিন পার্বত্য জেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভা শেষে কমিশন প্রধান এসব কথা বলেন। বৈঠকে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান মিলিয়ে প্রায় ৭৫ জন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।