বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম

বদলগাছীতে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা

বদলগাছী, নওগাঁ প্রতিনিধিঃ / ১৮৭ বার পঠিত
আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ

ডিসেম্বরের শুরুর দিক থেকেই আসি আসি করছে শীত। সেই অর্থে জেঁকে না বসলেও ধীরে ধীরে নিম্নমুখী তাপমাত্রা। বিশেষ করে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন স্থানে রাত থেকে ভোর পর্যন্ত স্থায়ী হচ্ছে কুয়াশা। এর মধ্যে সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে উত্তরাঞ্চলে, আজ নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

শনিবার সকাল ৯টায় জেলার বদলগাছী উপজেলায় তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান হোসেন জানান, এর আগে সকাল ছয়টায় দশ দশমিক শূন্য ডিগ্রি রেকর্ড করা হয়েছিল।

তিনি জানান, উত্তর দিক থেকে ঠাণ্ডা বাতাস বয়ে আসায় শীতের তাপমাত্রা আগামীতে আরও বাড়তে পারে।

উপজেলায় শুক্রবার সন্ধ্যা থেকে তীব্র শীত অনুভূত হয়েছে। তবে শনিবার ভোর ও সকালে কুয়াশা দেখা দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখাও মিলেছে। তীব্র শীত উপেক্ষা করে গরম পোশাক গায়ে দিয়ে লোকজন বাড়ি থেকে বের হচ্ছেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর