শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম

স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের ৭ দফা দাবি আদায়ে আমতলীতে স্বারকলিপি প্রদান

মিল্টন বিশ্বাস, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ / ৭১ বার পঠিত
আপডেট : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৫:২৮ অপরাহ্ণ

বরগুনার আমতলীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রতি পতিত সরকারের বৈসম্য মূলক নীতি, সিদ্ধান্ত সমুহ দূরীকণ ও প্রতিষ্ঠান জাতীয় করণসহ ৭টি দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছন সংশ্লিষ্ট শিক্ষক সংগঠন।

আজ সোমবার সকাল ১১ টায় আমতলী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার বরাবরে ইবতেদায়ী শিক্ষকদের ৭টি দাবি আদায়ে লক্ষে স্বারকলিপি প্রদান করেন ইবতেদায়ী শিক্ষক সমন্বয়ক কমিটির পক্ষে শিক্ষক মোঃ জাকির হোসেন।

স্মারকলিপি থেকে জানা যায়, অনুদানভূক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সংখ্যা ১৫১৯ টি, মাদ্রাসা শিক্ষা বোর্ড এর কোড ভুক্ত প্রায় আট হাজার এর বেশী মাদ্রাসা চালু আছে। কিন্ত এ সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে উদ্দেশ্যমূলক ভাবে বঞ্চিত রাখা হয়েছে।

স্মারকলিপি প্রদান কালে মো: জাকির হোসেন বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং অত্র ধর্মীয় শিক্ষার প্রতি বৈসম্য দূরীকরনের দাবীতে আগামী ১০ ফেব্রুয়ারী ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে আগত লক্ষাধিক শিক্ষক/শিক্ষিকার মহাসমাবেশকে সফল করতে স্মারকলিপি প্রদান করছেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন এর বরগুনা জেলা সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদী,বাংলাদেশ জামায়াতে ইসলামী আমতলী পৌরশাখার ২ নং ওয়ার্ড সভাপতি মো: আবুল হোসাইন,বাংলাদেশ ইবতেদায়ী সমন্বয় উপ-কমিটির সদস্য মো: জাকির হোসেন,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমতলী উপজেলা শাখার সদস্য সচিব মোঃ ইমরান খান,বরগুনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মেহেদী জামান রাকিব,আমতলী উপজেলা ইফতেদায়ী মাদ্রাসার সমন্বয় কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলামসহ প্রমুখ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর