বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম

সুজানগরের নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মনিরুজ্জামান মনির, পাবনা প্রতিনিধিঃ / ২৫৫ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৭:২৫ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন শাখার পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ বাজারে বিএনপির ব্যানারে বিএনপির পকেট কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম ডাক্তার, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম মিয়া, সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেন, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার ইউনুছ খান, বিএনপি নেতা লবিন বিশ্বাস, আব্দুর রাজ্জাক,মিরাজ প্রমুখ। বক্তারা অবিলম্বে নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির পকেট কমিটি বাতিলের দাবি জানান, তারা আরো বলেন, দীর্ঘদিন ধরে যারা আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত ছিল, তাদের দিয়ে কমিটি গঠন করে ত্যাগীদের বাদ দেওয়া হচ্ছে।

এই পকেট কমিটি বাতিল ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর